স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : নির্বাচনের ফল প্রকাশের আগেই ভোট পরবর্তী রাজনৈতিক সন্ত্রাসে শুক্রবার রাতে উত্তপ্ত হলো কুমারঘাট। আক্রান্ত কংগ্রেস ভবন, রক্তাক্ত পুলিশ। ঘটনায় ভীতির পরিবেশ কুমারঘাট জুড়ে। জানা গেছে, শুক্রবার রাতে এলাকার সোনাইমুড়ি রাখালতলী বাজারে বিজেপি এবং বাম-কংগ্রেসের জনাকয়েক কর্মীদের মধ্যে বাঁধে বচসা।
পরবর্তীতে তা রূপ নেয় সংঘর্ষের। ঘটনস্থলে ধারালো অস্ত্রের আষ্ফালন চলে বলে অভিযোগ। পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করলে খবর পেয়ে কুমারঘাট থানার পুলিশ অকুস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করলে সেখানে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হতে হয় কুমারঘাট থানার সাব ইন্সপেক্টর বিশ্বপতি চক্রবর্তী। আক্রান্ত উভয় দলের দু-একজন কর্মী সমর্থকও। এই ঘটনার রেশ ধরে রাতেই কুমারঘাট শহরে বিক্ষোভ মিছিল বের করে বিজেপি। অভিযোগ মিছিল থেকে বিজেপি আশ্রিত দূর্বৃত্তরা হামলা এবং ব্যাপক ভাংচুর চালায় শহরের বুকে থাকা কুমারঘাট কংগ্রেস ভবনে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ভবনের ভেতরের সমস্ত সামগ্রী। পরে আরক্ষা বাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনার পর রাতেই এলাকায় ছুটে যায় জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক। এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। জিজ্ঞাসাবাদের জন্য রাতেই কয়েকজনকে থানায় আটক করে নিয়ে আসে পুলিশ।