স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : ভোট পর্ব শেষ হওয়ার পর থেকে রাজনৈতিক সন্ত্রাস মাথাচাড়া দিয়েছে গোটা রাজ্যে। বাড়িঘর ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনা সহ মারধরের অভিযোগ উঠছে রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে। এরই মধ্যে শুক্রবার রাতে নতুন বাজার সুকান্ত কলোনি এলাকায় একটি গৃহস্থের খরের মোড়ল পুড়লো আগুনে।
অভিযোগ উঠেছে নাশকতার আগুন। ঘটনা শুক্রবার ১১ টা নাগাদ। ক্ষতিগ্রস্ত দিলীপ দাস জানান কে বা কাহারা এই খরের মুড়লে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু এলাকাবাসীরা দেখতে পেয়ে ছুটে এসে এলাকার মানুষরা সাথে সাথে দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সুকান্ত কলোনি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত দিলীপ দাস এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। তিনি বলেন, এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যাতে প্রশাসন আইনত শাস্তির ব্যবস্থা গ্রহণ করে। দমকল কর্মীরা যদি সঠিক সময়ে ঘটনাস্থলে না পৌঁছাতো তাহলে বড়সড়ো অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হতো বলে আশঙ্কা এলাকাবাসীর।