Monday, August 11, 2025
বাড়িশ্রেণী বহির্ভূতএম আর আই নিয়ে জিবি হাসপাতালে তীব্র দুর্ভোগ

এম আর আই নিয়ে জিবি হাসপাতালে তীব্র দুর্ভোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর :  তারিখের পর তারিখ দিয়ে রোগীকে মৃত্যুর দুয়ারে নিয়ে যেতে একবারের জন্য দ্বিধাবোধ করছে না তথাকথিত নার্সেরা। আর এভাবেই পরিষেবা খুরিয়ে খুরিয়ে মিলছে প্রধান রেফারেল হাসপাতালে। এম আর আই করতে আসা এক রুগীকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। অভিযোগটি তুলেন আমতলীর বাসিন্দা প্রদীপ সরকারের স্ত্রী। তিনি জানান, প্রদীপ সরকারের শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসক এমআরআই করার জন্য প্রেসক্রাইব করেন। গত ১৬ ডিসেম্বর এম আর আই করতে হাসপাতালে আসলে প্রথমে জিজ্ঞাসা করা হয় কোন খাবার খেয়ে এসেছেন কিনা।

 সকালে টিফিন খেয়ে এসেছে বললে গালিগালাজ করে হাসপাতালে নার্সেরা দুপুর বারোটা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত বসিয়ে রেখে এমআরআই করেন। তারপর বলে দেওয়া হয় পাঁচ দিন পরে এসে হাসপাতাল থেকে এম আর আই -এর রিপোর্ট নেওয়ার জন্য। কিন্তু এরই মধ্যে হাসপাতাল থেকে দুদিন পর বাড়িতে ফোন করে বলা হয় এম আর আই হয়নি। এম আর আই করার আগে শারীরিক একটি পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। নিয়ম মেনে সেই পরীক্ষা-নিরীক্ষা করে আবার এম আর আই করতে রোগীকে নিয়ে শুক্রবার হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আসার পর নার্সেরা আবার বলেন আজ কিছু খেয়ে এসেছে কিনা। রোগীর স্ত্রী জানান, বাড়ি থেকে চা খেয়ে এসেছেন রোগী প্রদীপ সরকার। তারপর হাসপাতালে রোগীর পরিজনকে জানিয়ে দেন আজ যেহেতু খেয়ে এসেছেন তাই এম আর আই হবে না। আগামী জানুয়ারি মাসের পাঁচ তারিখ আসার জন্য দিনক্ষণ বেঁধে দেন। শেষ পর্যন্ত রোগীর পরিজন হাসপাতালের চিকিৎসকের কাছে ছুটে গিয়ে পুরো বিষয়টি জানান। হাসপাতালে চিকিৎসক জানান একটি ইনজেকশন নিয়ে দুপুরের পর এম আর আই করার জন্য বলে দেন। পরবর্তী সময় হাসপাতালে নার্সদের কাছে রোগীর স্ত্রী ছুটে গেলে সে মহিলার সাথে দুর্ব্যবহার করেন। হাসপাতালে নার্সদের এহেন ভূমিকায় হতবাক রোগীর পরিজনেরা। প্রশ্ন তোলেন এভাবে যদি একের পর এক দিনক্ষণ বেধে দেয় এবং দুর্ব্যবহার তাহলে রোগীর পরিষেবা কিভাবে মিলবে। যদি সে রোগীর মৃত্যু হয় তাহলে এর দায় কে নেবে?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!