স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : দীর্ঘদিন ধরে প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি ছিল না। শাখা সংগঠনগুলিও সঠিকভাবে ছিল না। কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৎপর হয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস। সংগঠন মজবুত করার জন্য শুক্রবার দলের হাই কমান্ড প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি এবং শাখা সংগঠন গুলির কমিটি পুনর্গঠন করেন। শুক্রবার প্রদেশ তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।
তিনি জানান, ৮৭ জনের রাজ্য কমিটি গঠন হয়েছে। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যুব কমিটি, মহিলা কমিটি, ১২ টি জেলা কমিটি এবং ৩৩ টি ব্লক সভাপতি নাম ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিটিও ঘোষণা করা হয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করতে পারে সেসব বিধানসভা কেন্দ্রে একজন করে অবজারভার ও পশ্চিমবঙ্গের একজন করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়োজিত করা হবে। তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয়েছে পীযুষ কান্তি বিশ্বাসকে, ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হয়েছেন আশীষ লাল সিং, মেম্বার হিসেবে নিয়োজিত হয়েছেন সুস্মিতা দেব এবং কমিটিতে মোট রয়েছেন ১৪ জন। পাশাপাশি বিধানসভা নির্বাচনে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক মিটিংও সম্পন্ন করবেন বলে জানেন পিযুষ কান্তি বিশ্বাস। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল কংগ্রেসের যোগদান করা তেজেন দাস সহ অন্যান্যরা।