Friday, April 19, 2024
বাড়িরাজ্যমন্ত্রীর অনুষ্ঠানের জন্য স্কুলের প্রি-বোর্ড পরীক্ষা পন্ডু

মন্ত্রীর অনুষ্ঠানের জন্য স্কুলের প্রি-বোর্ড পরীক্ষা পন্ডু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর :  হুশ হারিয়েছে স্কুল কর্তৃপক্ষ, উদাসীন মন্ত্রী! বিশালগড় মহকুমা মতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রি-বোর্ড পরীক্ষা।অপরদিকে চলছে স্কুলে নবনির্মিত লাইব্রেরি সাইন্স ল্যাবরেটরি ভবন এবং বাইসাইকেল স্ট্যান্ডের শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠান। শুক্রবার এ অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সান্তনা চাকমা, পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা দেব সরকার সহ অন্যান্য অতিথিরা। কিন্তু পরীক্ষা চলাকালীন সময়ে স্কুলের মধ্যে একাধিক মাইক লাগিয়ে অতিরিক্ত লাউড স্পিকার দিয়ে মন্ত্রী ভাষণ থেকে শুরু করে নাচ গানের অনুষ্ঠান চালিয়ে রাখা হয়।

 অতিরিক্ত আওয়াজে পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছে বলে অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। এমনকি এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের প্রশ্ন এই হলো রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল, আর এই নি ছাত্র দরদী ও সমাজ দরদী সরকার? আর এগুলি করার জন্য নি এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল? বিশেষ করে এর জন্য দায়ী করেন স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন কমিটি। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে যাতে সংশ্লিষ্ট দপ্তর পদক্ষেপ গ্রহণ করে তার জন্য দাবি জানান। তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন এই কি চলছে ত্রিপুরা রাজ্যে ? এগুলি রাজ্যের ইতিহাসে আছে বলে জানা নেই। আর হয়তো এটাই রাজ্যের শিক্ষা বিপ্লব বলে কটাক্ষ করেন। স্কুলের এক শিক্ষক জানান এই বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। বিষয়টির সাক্ষীগোপাল করেন প্রধান শিক্ষককে। কিন্তু এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা যেন এদিন কোনোভাবেই মেনে নিতে পারেন নি এদিন। মন্ত্রীর ভাষণ শুরু হলে ধীরে ধীরে এ চিত্র চাক্ষুষ করে চেয়ার ছেড়ে অনুষ্ঠান থেকে বের হয়ে আসে। রাজ্যের শিক্ষা দপ্তরের অভিভাবক মন্ত্রীমশাইয়ের কানে কতটা পৌঁছাবে এই খবর তা জানা নেই আপামর জনগণের। এতে কতটা হুশ ফিরবে সংশ্লিষ্ট দপ্তরের সেটাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং শিক্ষা বিপ্লবের অধঃপতন করছেন স্কুল কর্তৃপক্ষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য