Friday, November 22, 2024
বাড়িশ্রেণী বহির্ভূতহাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ৬ আগস্ট

হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ৬ আগস্ট

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : আগামী ৬ আগস্ট ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন পক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হয়েছে। রিটার্নিং অফিসার নেপাল মজুমদার জানান, ৬ আগস্ট সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ভোট দান পর্ব। মোট চারটি বুথে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে একটি মহিলা পরিচালিত বুথ। প্রতিটি বুথ কেন্দ্রের বাইরে থাকবে সিরিয়াল নাম্বার।

 সেই নাম্বার অনুযায়ী ভোট দিতে পারবেন ভোটারেরা। মোট ভোটার রয়েছে ২১৪ জন। এর মধ্যে ১৫ জন রয়েছে সিনিয়ার আইনজীবী এবং ১৯৯ জন আইনজীবী। যারা হাইকোর্টে সদস্য এবং  কেবল মাত্র ভোট দেবে বলে ঠিক করেছে তারাই ভোটাধিকারের সুযোগ পাবে। ১১ থেকে ২৫ জুলাই পর্যন্ত মনোনয়ন পত্র বিলি করা হয়েছে। ২৭ ও ২৮ জুলাই মনোনয়ন জমা নেওয়া হয়। ২৯ জুলাই হয় স্ক্রুটিনি। ৩০ জুলাই মনোনয়ন প্রত্যাহার করে। মোট ১১ পদের জন্য নির্বাচন হবে। সবার সহযোগিতায় নির্বাচন পক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি। ৬ আগস্ট রাতে ফলাফল প্রকাশ করা হবে। নির্ভুল ফলাফল প্রকাশ করতে সব ধরনের ব্যবস্থাপনা করা হয়েছে। দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি সংবিধান বাঁচাও মঞ্চ ও অপরটি আইনজীবী উন্নয়ন মঞ্চ। সব মিলিয়ে উৎসবে মেজাজে ভোট অনুষ্ঠিত হবে বলে মনে করছে দুটি প্যানেলের প্রতিদ্বন্দ্বীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য