স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করে। সরকারের এই সিদ্ধান্তের জন্য রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের ধন্যবাদ জানিয়ে অভিনন্দন মিছিল সংগঠিত করে তেল মার্জিত সংগঠন বিবেকানন্দ বিচার মঞ্চ।
বৃহস্পতিবার রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস জানান কর্মচারীদের স্বার্থে অন্যান্য দাবির সঙ্গে ডি এ প্রদানের দাবিও জানিয়েছিল বিবেকানন্দ বিচার মঞ্চ। সেই দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে মন্ত্রীসভা ৫ শতাংশ ডি এ প্রদানের ঘোষণা করা হয়েছে। তবে ডি এ- প্রদানের পরিমাণ আরও বেশী দেওয়ার দাবি জানানো হয়েছিল। আর্থিক প্রতিবন্ধকতার জন্য সরকার বকেয়া ডি এ-র ৫ শতাংশ দিতে বাধ্য হয়েছে বলে জানান তিনি। আগের চাঁদাবাজী ও ক্যাডার তোষণ বন্ধ হয়েছে বলে জানান বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস।