Saturday, April 20, 2024
বাড়িশ্রেণী বহির্ভূতপুরস্কৃতদের শংসাপত্র বিতরণ

পুরস্কৃতদের শংসাপত্র বিতরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : সি আই টি আই আই এস একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার ঘোষণা করেছে৷ এই প্রতিযোগিতার বিষয় “আগামীকালের শহর।” সি আই টি আই আই এস প্রোগ্রামের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স নাগরিকের লেন্সের মাধ্যমে ভারতে টেকসই এবং উদ্ভাবন-চালিত নগর উন্নয়নের প্রভাবগুলি চিত্রিত করার উদ্দেশ্যে “আগামীকালের শহর” নামে এই ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করছে।

সিটিজ ইনভেস্টমেন্ট টু ইনোভেট, ইন্টিগ্রেট অ্যান্ড সাসটেইন হল আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়, ফরাসি উন্নয়ন সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স এর একটি যৌথ কর্মসূচি। ভারতের ১২টি শহরকে নাগরিকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। এই ধরনের একটি প্রতিযোগিতা গত ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত হয়েছিল। সেই প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ তিনকে জয়ী ঘোষণা করা হয়। সোমবার আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। এদিন তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। আগরতলা স্মার্ট সিটি লিমিটেড তার হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পের জন্য সি আই টি আই আই এস চ্যালেঞ্জে নির্বাচিত হয়েছিল। এই প্রকল্পটি পাবলিক ওপেন স্পেস ক্যাটাগরির অধীনে শ্রেণীবদ্ধ করা হয়েছে। নির্ধারিত চারটি থিমের ভিত্তিতে আগরতলা শহর থেকে এন্ট্রি আমন্ত্রণ জানানো হয়েছে। এন্ট্রি দ্বারা বিচার করা হবে বিজয়ী বলেও জানান তিনি। প্রথম পুরষ্কার ৫০ হাজার টাকা। দ্বিতীয় পুরষ্কার ২৫ হাজার ও তৃতীয় পুরষ্কার ১০ হাজার টাকা। আগামী অক্টোবর মাসে নতুন দিল্লীতে এন্ট্রি থেকে বাছাই করা বিজয়ীদের  ছবির প্রদর্শন করা হবে। আগামী ২৬ আগস্ট পর্যন্ত ছবি জমা দেওয়া যাবে প্রতিযোগিতার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য