Saturday, January 18, 2025
বাড়িশীর্ষ সংবাদদেশ রক্ষার পাশাপাশি সামাজিক কাজেও এগিয়ে আসলো সেনা জওয়ানরা, শুভেচ্ছা জানান মন্ত্রী...

দেশ রক্ষার পাশাপাশি সামাজিক কাজেও এগিয়ে আসলো সেনা জওয়ানরা, শুভেচ্ছা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন। আগরতলা আসাম রাইফেলস সদর দপ্তরে ২১ সেক্টরের উদ্যোগে বৃহস্পতিবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তারপর আয়োজিত শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে রক্তের জোগানের আসল চিত্র তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যে রক্তের চাহিদার তুলনায় যোগানে অনেকটা ফারাক রয়েছে। তাই নিয়মিত রক্তদান শিবির সংগঠিত না করলে রক্ত সংকট দেখা দিতে পারে। তাই এদিকে গুরুত্ব দিতে হবে রাজ্যবাসীকে।
তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে বলেছেন যেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হবে সেখানেই যাতে তারা গিয়ে রক্ত সংগ্রহ করে। রক্ত সংগ্রহ করতে যাতে কোন ধরনের গাফিলতি না হয় তার জন্য বলা হয়েছে। সব অংশের মানুষকে রক্তদান শিবিরে এগিয়ে আসতে হবে। মন্ত্রী আরো বলেন, রক্তদান নিয়ে এখনও মানুষের মনে কিছুটা ভয়-ভীতি রয়েছে। কিন্তু ভয়-ভীতির কোন কারণ নেই। রক্ত দিলে শরীরে রক্ত উৎপন্ন হয়ে যায়। বিশেষ করে রক্ত দিলে শরীরে কোন ধরনের রোগ থাকলে তাহলে সেটাও চিহ্নিত হয়ে যায়।  তিনি আরো বলেন, একজন ব্যক্তির রক্ত দিয়ে চারজন মুমূর্ষ রোগীকে বাঁচানো সম্ভব হয়। এর জন্য কেউ যাতে পিছু পা না থেকে রক্তদানে এগিয়ে আসে তার জন্য আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন আসাম রাইফেলের জওয়ানদের রক্তদানে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এদিন রক্তদানে এগিয়ে আসা আসাম রাইফেলস জওয়ান, বিএসএফ জওয়ান এবং তাদের পরিবারের লোকজন এ রক্তদান শিবিরে অংশ নিয়েছেন। তাঁদের সাথে কথা বলে মন্ত্রী সুশান্ত চৌধুরী রক্তদান সম্পর্কে উৎসাহিত করেন। আগামী দিনে এ ধরনের সামাজিক কর্মসূচি দেশ রক্ষার পাশাপাশি অব্যাহত রাখতে উদ্যোক্তা ও রক্তদাতাদের কাছে আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও জারি রাখেন জওয়ানেরা। এছাড়াও উপস্থিত ছিলেন আসাম রাইফেলের আধিকারিকেরা। শিবিরের পর রক্তদাতাদের হাতে স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয় এদিন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য