স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুন : ঠেলার নাম বাবাজি। বিকাশ ত্রিপুরায় আন্দোলন না হলে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে না। এমনই ঘটনা ঘটলো মঙ্গলবার। এদিন সকালে কৈলাসহর গৌরনগর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কুবঝার এলাকায় জলাবদ্ধতার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা। প্রবল বৃষ্টির ফলে ঘরে জল ঢুকে পড়ায় আতঙ্কিত বাসিন্দারা সকাল ১১টা থেকে প্রধান সড়ক অবরোধ করেন। এতে দু’ধারে শতাধিক গাড়ি ও যাত্রী আটকা পড়ে যায়। অভিযোগ, যারা এলাকায় নতুন করে বাড়িঘর নির্মাণ করেছে তারা পুকুর ভরাট করে রাস্তা বানিয়েছে।
অনেক জায়গায় ছোট স্পান পাইপ বসানো হলেও তা পর্যাপ্ত নয়। ফলে জল বেরোতে না পেরে ঘরে ঢুকে পড়ে। গ্রামবাসীরা জানান, ড্রজার দিয়ে মাটি সরানো ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও প্রশাসন কার্যকর উদ্যোগ নেয়নি। গ্রামের এক বাসিন্দা জানান, ডাকবাংলা থেকে টিলাবাজার পর্যন্ত জল নিষ্কাশনের জন্য দুপাশে ড্রেন নির্মাণ করার জন্য দাবি করা হচ্ছে। প্রশাসন কর্ণপাত না করাই গত কয়েক বছর ধরে স্বল্পবৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে পড়ে বলে তাদের অভিযোগ। তারা আরো বলেন যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃহত্তর আন্দোলনে নামতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডিসিএম মতি রঞ্জন দেববর্মা ও অতিরিক্ত বিডিও তানজিম চাকমা। এলাকাবাসী ক্ষোভের মুখে পড়তে হয় তাদের। পরে প্রশাসনের আশ্বাস সত্ত্বেও দুপুর একটা পর্যন্ত অবরোধ চলে।