Thursday, January 16, 2025
বাড়িশীর্ষ সংবাদপানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন। একদিকে পানীয় জলের সমস্যা, অপরদিকে বিদ্যুৎ ও রাস্তাঘাটের সমস্যা। গ্রাম পাহাড় সর্বত্র এই সমস্যায় জর্জরিত মানুষ। যা মানুষের নাকালের বাইরে চলে গেছে। পরিস্থিতি এতটা উদ্বিগ্ন হয়ে উঠেছে যে মানুষ রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। সকলের মনে একটাই বিষয় ঘুরপাক খাচ্ছে সেটা হল রাস্তায় না নামলে হয়তো দাবি পূরণ হবে না। যার জন্য রাস্তায় নেমে মানুষ প্রশাসনিক কর্মীদের হেস্তন্যস্ত করে সরকারকে জানান দেয় কতটা মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন জোয়ারের। যার কারণে বিকাশ ত্রিপুরায় এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে সড়ক অবরোধ।

প্রায় প্রতিদিনের মতোই বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো এলাকাবাসী। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার নালকাটা এলাকায়। ঘটনার বিবরণ জানা যায়, দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকটের জর্জরিত লংতরাইভ্যালী মহকুমার নালকাটা দেবীপুর কলোনির মানুষজন। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের অবগত করে কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই আজ সকাল আনুমানিক ৯টা নাগাদ বাধ্য হয়ে নালকাটা এলাকায় জতীয় সড়ক অবরোধ করলো দেবীপুর কলোনির বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে মনু ডিডব্লিউএস দপ্তরে আধিকারিক সহ পুলিশ ছুটে আসে। কিন্তু সমস্যা সমাধান না হলে অবরোধ প্রত্যাহার করবে না জানিয়ে আধিকারিকদের জানিয়ে দেয় অবরোধকারীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য