স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন। রাজ্যে মাছের ঘাটতি রয়েছে। দিন দিন মাছের চাহিদা বাড়ছে। মাছের উৎপাদন বৃদ্ধি করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় মৎস্য দপ্তরের পর্যালোচনা মূলক বৈঠক। রাজধানীর গোর্খাবস্তি স্থিত মৎস্য দপ্তরের কার্যালয়ে হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন জেলার আধিকারিকরা। এইদিন মৎস দপ্তরের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। কিভাবে রাজ্যে মাছ উৎপাদন বৃদ্ধি করে মাছের চাহিদা মেটানো সম্ভব হয় এ বিষয়ে নানা পরিকল্পনার কাজ কতটা এগিয়েছে সে বিষয়ে আলোচনা করেন মন্ত্রী আধিকারিকদের সাথে। কারণ প্রতিবছর দেশ-বিদেশ থেকে বহু মাছ রাজ্যে আমদানি করা হয়।
এতে করে রাজ্যের মানুষের অর্থ রাজ্যের বাইরে চলে যায়। এই টাকা রাজ্যে থাকলে মানুষের আয় উপার্জন আরো বেশি বৃদ্ধি পাবে। মন্ত্রী সুধাংশু দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এইদিন মৎস্য দপ্তরের রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক করা হয়েছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য দপ্তর যে লক্ষ্য মাত্রা হাতে নিয়েছিল, তা কতটা পূরণ হয়েছে খতিয়ে দেখা। সফলতা কতটা এসেছে তা খতিয়ে দেখা হয়েছে। দপ্তরের ব্যর্থতা গুলিও খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান রাজ্যে এখনো মৎস্য উৎপাদনে ঘাটতি রয়েছে। মৎস্য উৎপাদন বৃদ্ধি করার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে চারটি জায়গা চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে এই জায়গা গুলিকে মাছ চাষের উপযুক্ত করে তোলে সেখানে মাছ চাষ করা হবে।