স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নড়সিংগড় স্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান মঙ্গলবার । ২০১৭ সালে এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এর শিলান্যাস হয়েছিল। তারপর করোনার জন্য স্টেডিয়ামের কাজ কর্মে কিছুটা ব্যাঘাত ঘটে । তা কাটিয়ে পুনরায় শুরু হয়েছে স্টেডিয়ামের কাজ ।
সেই কাজ এদিন মুখ্যমন্ত্রী পরিদর্শন করতে আসেন। সঙ্গে ছিলেন টি সি এ-র সভাপতি ডাঃ মানিক সাহা, যুগ্ম সচিব কিশোর কুমার দাস, কোষাধ্যক্ষ তাপস ঘোষ সহ অন্যান্যরা। মাঠের নির্মাণ কাজের অগ্রগতি ক্ষতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। নির্মাণকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে খেলাধূলাকে অগ্রাধিকারের ভিত্তিতে ক্রীড়া ক্ষেত্রের সার্বিক বিকাশ ও এর সুফল বিকেন্দ্রীকরণে সংকল্পবদ্ধ ভাবে কাজ চলছে। টার্ফ মাঠ, সিন্থেটিক ট্র্যাক নির্মাণ এবং স্টেডিয়ামের কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই লক্ষ্যপথে আরও গতি সঞ্চারিত করবে নরসিংগড়ে নির্মিয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি। করোনার কারনে এই নির্মাণ কাজ বিলম্ব হয়েছে। ১৮৫ কোটি টাকার এই কাজ চলছে। ২০২২ সালের নভেম্বরের মধ্যে এই নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করে দ্রুততার সাথে কাজ চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আশা ব্যক্ত করেন সময়ের মধ্যে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হবে। ত্রিপুরার জন সাধারন ও ক্রীড়া ব্যক্তিত্বদের কাছে এটি সুন্দর উপহার হবে বলে জানান তিনি। এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে ২২ হাজারের মানুষ এক সঙ্গে বসে খেলা দেখতে পারবে। থাকছে আধুনিক মানের ড্রেসিং রুম, কমেনট্রেটার বস্ক, ভি আই পি লাঊঞ্জ সহ একাধিক ব্যবস্থা। নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে এদিন একটি প্রেজেন্টেশন রাখা হয় মুখ্যমন্ত্রীর সামনে।