স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : ছাত্রীর আত্মহত্যা নিয়ে সরব হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। উল্লেখ্য, ধর্মান্তরিত হতে অস্বীকার করায় তামিলনাডুর মিশনারি স্কুল কর্তৃপক্ষের দ্বারা নির্যাতিত এম লাবণ্যের আত্মহত্যার সঠিক বিচার এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোমবার চেন্নাইয়ে প্রতিবাদ সমাবেশ চলাকালীন সময়ে তামিলনাডু পুলিশ দ্বারা গ্রেফতার হন এবিভিপি রাষ্ট্রীয় মহামন্ত্রী সুশ্রী নিধি ত্রিপাঠী সহ অন্যান্য কার্যকর্তারা।
এর প্রতিবাদে মঙ্গলবার এবিভিপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের জানায় তামিলনাড়ুতে মিশনারি স্কুলের ধর্ম পরিবর্তনের জন্য লাবণ্য নামে ছাত্রীকে মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয়। এতে আত্মহত্যা করেছে লাবণ্য। আর অভিযুক্তদের যখন আদালত জামিন দিয়েছে তখন তামিলনাড়ুর ক্যাবিনেট মন্ত্রী স্বাগত জানিয়েছেন। তামিলনাড়ু সরকারের এ ধরনের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে এবিভিপি ময়দানে সরব হয়েছে বলে জানায় বিক্ষোভকারীরা।