Friday, November 22, 2024
বাড়িশীর্ষ সংবাদলোকসভায় ৩৫০ বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন :মোদি

লোকসভায় ৩৫০ বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন :মোদি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩   ডিসেম্বর :  লোকসভায় সাড়ে তিনশোর বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার থেকে শুরু হওয়া বিজেপির দু’দিনের পদাধিকারীদর বৈঠকের সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, নতুন বছরের জানুয়ারি মাস থেকেই তিনি প্রতিটি রাজ্যে যাওয়া শুরু করবেন। তা রাজনৈতিক বা সরকারি কর্মসূচি হতে পারে। কিন্তু আপনারা প্রস্তুতি শুরু করে দিন।

ইন্ডিয়া জোটকে বিঁধে মোদি বলেন,“দেশের দুর্নীতিগ্রস্থ দলগুলি জোট বাঁধার চেষ্ঠা করছে। এঁরা পরিবারতন্ত্রে বিশ্বাস করে।” বাংলা, বিহার ও উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে গতবারের তুলনায় বেশি আসন পেতে হবে বলে প্রধানমন্ত্রী জানান বলে সূত্রের খবর। বৈঠকের প্রথমদিনই রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদকএর সঙ্গে কথা বলেন শীর্ষ নেতৃত্ব। এদিন দলের অন্দরে কার্যত ভোটের দামামা বাজিয়ে দিলেন মোদি। এদিন বৈঠকের সূচনা করতে গিয়ে বৈঠকে হাজির কার্যকর্তাদের নির্দেশ দেন, যে ১৬০টি আসনে সাংগাঠনিক দুর্বলতা রয়েছে তা ইতিমধ্যেই চিহ্নিত। সেই আসন বিরোধীদের হাত থাকে ছিনিয়ে আনতে এখন থেকেই প্রচারে ঝাপিয়ে পড়তে হবে।

আগামী কয়েক মাস সকলকে পরিশ্রম করতে হবে। মোদির বক্তব্য, “নিচুতলার কর্মীরাই দলের সম্পদ। তাঁদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কীভাবে তাঁরা মানুষের কাছে যাবেন বা কি বলবেন সময়মতো নির্দেশ পৌঁছে যাবে। তাঁদেরকে গুরুত্ব দিয়ে নেতৃত্বকে কাজ করার নির্দেশ দেন মোদি বলে সূত্রের খবর। দক্ষিণ ও পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে দলের সাংগাঠনিক দুর্বলতা রয়েছে তা যে মোদির অজানা নয় তাও জানান তিনি। এইসব রাজ্যে প্রচারে কোনও খামতি রাখা যাবে না বলে নির্দেশ দেন।

শনিবার রাজ্য ধরে ধরে সভাপতি, সাধারণ সম্পাদক ও পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন জে পি নাড্ডা , বি এল সন্তোষরা। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য