Friday, November 22, 2024
বাড়িবিশ্ব সংবাদজাতিসংঘের পদক্ষেপকে অপর্যাপ্ত বলল হামাস

জাতিসংঘের পদক্ষেপকে অপর্যাপ্ত বলল হামাস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ ডিসেম্বর: গাজায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ করে দিতে গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়েছে। এ নিয়ে এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।ওই বিবৃতিতে হামাস বলেছে, ত্রাণ বাড়াতে পাস করা এই প্রস্তাব অবরুদ্ধ গাজাবাসীর প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়।হামাস আরও বলেছে, এমন দুর্বল ও ফাঁপা প্রস্তাব পাস করার পেছনে যুক্তরাষ্ট্র যথেষ্ট ভূমিকা রেখেছে। গাজায় বিপদগ্রস্ত মানুষকে ইসরায়েলের হামলা থেকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে প্রচেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে যায় এই প্রস্তাব।

গতকাল শুক্রবার গাজায় সংঘাতে লিপ্ত সব পক্ষের প্রতি পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। তাতে গাজায় ‘নিরাপদে ও বাধাহীনভাবে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে’ চলমান সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।এ প্রস্তাবের নিন্দা জানিয়েছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। তিনি বলেছেন, গাজায় সহায়তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ‘সমঝোতার প্রস্তাব’ পাস করেছে।জাতিসংঘের মানবিক সমন্বয়বিষয়ক কার্যালয় এক প্রতিবেদনে বলেছে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২০ হাজার ৫৭ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় ৭০ ভাগ নারী ও শিশু। এ সময়ে ৫৩ হাজার ৩২০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য