Monday, May 12, 2025
বাড়িবিনোদনবিপাকে পড়লেন ‘কার্লিটেলস’ ইউ টিউবার কামিয়া জানি।

বিপাকে পড়লেন ‘কার্লিটেলস’ ইউ টিউবার কামিয়া জানি।

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩   ডিসেম্বর :   বিপাকে পড়লেন ‘কার্লি টেলস’ ইউটিউবার কামিয়া জানি। পুরীর মন্দিরে ভিডিও করে বিজেপির রোষের মুখে পড়লেন কামিয়া। ওড়িশার গেরুয়া শিবিরের অভিযোগ, যে সঞ্চালক গোমাংস ভক্ষণের প্রচার করেন, তাঁকে কীভাবে ঢুকতে দেওয়া হল পুরীর জগন্নাথ মন্দিরে?

সোশাল মিডিয়ায় খুবই জনপ্রিয় ‘কার্লি টেলস’ ইউটিউব চ্যানেল। দেশ-বিদেশে ঘুরে ঘুরে সেখানকার খাবার এবং লাইফস্টাইলকে সামনে নিয়ে আসেন ইউটিউবার কামিয়া জানি। সম্প্রতি ওড়িশায় পৌঁছে সেখানকার সংস্কৃতি নিয়ে ভিডিও তৈরি করেন। আর ওড়িশা মানেই পুরী এবং পুরী মানেই তাঁর সঙ্গে জড়িত জগন্নাথ মন্দির। সেই মন্দিরে বসেই বিজেডি নেতা ভি কে পণ্ডিয়ানের সঙ্গে হেরিটেজ করিডর নিয়ে আলোচনা করেন কামিয়া। সেই ভিডিওতে দেখা গিয়েছে, জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন বিজেডি নেতা। এই ভিডিও নিয়েই আপত্তি তুলেছে ওড়িশার গেরুয়া শিবির। 

এই ভিডিও গেরুয়া শিবিরের নজরে পড়তেই রেগে আগুন ওড়িশার বিজেপি ইউনিট। যে ইউটিউবার গোমাংস ভক্ষণের প্রচার করে, সে কীভাবে জগন্নাথ ধামে ঢোকার অনুমতি পেলেন! প্রশ্ন তুলেছে তারা। তবে শুধু কামিয়া নয়, বিজেডির নেতা ভি কে পণ্ডিয়ানের বিরুদ্ধেও আইপিসির ২৯৫এ ধারায় মামলা দায়ের করার আর্জি জানিয়েছে ওড়িশা বিজেপি।

এই বিতর্ক কানে আসতেই মুখ খুলেছেন কামিয়া নিজে। সোশাল মিডিয়ায় কামিয়া লিখলেন, ”আমি কখনই গোমাংস খাইনি। আমার উদ্দেশ্য হল দেশের সংস্কৃতিকে গোটা বিশ্বের কাছে তুলে ধরা। আমার সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং চারধাম ঘোরার ইচ্ছে রয়েছে। এই ধরনের খবরে আমি হতবাক। তবে এটা বলতে পারি আমি গোমাংস খাই না। জয় জগন্নাথ।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!