স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : নেশা রুখতে নীচুতলা থেকে একটি ব্যাপক জনমত গঠনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর। এই বিশেষ প্রকল্পের জন্য অর্থ দপ্তর থেকে অর্থ মঞ্জুর করা হয়েছে। এই কর্মসূচি সুষ্ঠভাবে সম্পাদন করা একা ক্রিড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষে সম্ভব নয়। মহকুমা স্তর থেকে এই কার্যসম্পাদন করতে পুলিশ, স্বাস্থ্য , মহকুমা প্রশাসন এবং সমাজসেবীদের অংশী দারিত্ব আবশ্যক। শনিবার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা বিষয়ক প্রকল্প সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব, অধিকর্তা, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের অধিকর্তা সহ অন্যান্যরা। মহকুমা স্তর থেকে জেলা আধিকারিকেরা এই সভায় অংশ নেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সুসংগঠিত ভাবে এই কর্মসূচীর বাস্তবায়ন ঘটাতে পারলে মানুষের মধ্যে তার বিশ্বাস যোগ্যতা আরও বাড়বে। নভেম্বর মাস থেকে শুরু করে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই অভিযান সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগরতলায় কেন্দ্রীয় ভাবে খেলার আসর এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটানোর চিন্তা ভাবনা রয়েছে দপ্তরের। খেলো ত্রিপুরা , সুস্থ ত্রিপুরা প্রকল্পের মাধ্যমে দেড় হাজার ক্লাবকে আগামী এক মাসের মধ্যে ২০ হাজার টাকার ক্রিড়া সামগ্রী প্রদান করা হবে বলে জানান তিনি। ক্লাব গুলির মাধ্যমে খেলা ধূলার আসর করার জন্য এই সামগ্রী প্রদান করা হবে। যাতে করে নেশার বিরুদ্ধে তারাও সোচ্চায় হয়।