স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : এম বি বি কলেজ সংলগ্ন তিনটি পুকুর দীর্ঘ দিন যাবত পরিত্যাক্ত অবস্থায় পরে ছিল। তার জল ব্যবহার করা যেত না। মানুষ নোংরা আবর্জনা ফেলত। আগরতলা পুর নিগম স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে এই তিনটি পুকুরের পুনরুজ্জীবন ঘটিয়েছে। এখন এই পুকুরের সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ আসেন।
পুর নিগমের অধীনে থাকা এই ধরনের পরিত্যাক্ত পুকুর গুলিকে সাজিয়ে তোলার কাজ চলছে। আগরতলার হাওড়া নদীর পারবর্তি এলাকা গুলির সংস্কার করে তার চেহার পরিবর্তন করতে ১০০ কোটি টাকার কাজ চলছে। সরকারী প্রকল্প গুলিতে সাধারন মানুষের সাহায্য ও সহায়তা না থাকলে তা সফল হয় না। তাই তা সংস্কার করার পর রক্ষনাবেক্ষন করার দায়িত্ব স্থানীয়বাসিন্দাদের। শনিবার এম বি বি কলেজের জলাশয় পুনরুজ্জীবন নিয়ে অংশীদারীদের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার। আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটিমেয়র মনিকা দাস দত্ত, বিধায়ক ডাঃ দিলিপ দাস, ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, প্ল্যানিং কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ অশোক সিনহা সহ অন্যান্যরা। এদিন গোটা পরিকল্পনার বাস্তবায়নের উপর একটি পাওয়ার প্রেজেন্টেশন সকলের সামনে তুলে ধরা হয়।