Friday, March 29, 2024
বাড়িরাজ্যপ্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার মস্ত দখল করেছিল বিজেপি : সুদীপ

প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার মস্ত দখল করেছিল বিজেপি : সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : বুধবার সিটি সেন্টারের সামনে যুব কংগ্রেসের গণঅবস্থানের তৃতীয় দিন ছিল। এদিন সন্ধ্যায় গন অবস্থান মঞ্চে উপস্থিত হন বিধায়ক সুদীপ রায় বর্মন। গন অবস্থান থেকে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় তুলেন তিনি। তিনি বলেন, কংগ্রেস দল ও কংগ্রেসের শাখা সংগঠন বরাবরই প্রাধান্য দিয়েছে মানুষের সমস্যা দিকে।

আর এই সমস্যাগুলি জনসম্মুখে এনে সরকারের উপর চাপ সৃষ্টি করছে কংগ্রেসের যুব সংগঠন। আজকের দিনে দাঁড়িয়ে যুব কংগ্রেস যে আন্দোলন সংগঠিত করছে তা বেকারদের কথা মাথায় রেখে সংগঠিত করছে। কারণ গত কয়েক মাস আগে জে আর বি টি পরীক্ষা নেওয়া হলেও তার ফলাফল দুর্ভাগ্যবশত প্রকাশ করতে পারেনি বর্তমান সরকার। কিন্তু বেকার যুবক-যুবতীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ প্রচুর টাকা সংগ্রহ করা হয়েছে। এখন তথ্য সংস্কৃতি দপ্তর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে যে শূন্য পদগুলির কথা বলা হচ্ছে সেগুলি সেই জেআরবিটি -র শূন্য পদে ছিল। এতে সরকার ষ্পষ্ট বোঝাতে চাইছে জে আর বি টি -র ফলাফল ঘোষণা করা হবে না। আজ যেহেতু নির্বাচন আসন্ন তাই এ বিষয়ে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাছে উল্লেখ করার সাহস পাচ্ছে না। সরকার কাজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে এর ফলাফল প্রকাশ করা হবে না। অপরদিকে টেট উত্তীর্ণ হয়ে রাজ্যে বহু যুবক-যুবতী বেকার বসে আছে।

 শিক্ষক সংকট মেটাতে তাদের নিয়োগ করার কোন উদ্যোগ নিচ্ছে না সরকার। এদিকে চাকরিচ্যুত হয়ে বসে আছে ১০,৩২৩, তাদের কোন প্রতিশ্রুতি পালন করে নি। একইভাবে অনিয়মিত কর্মীদের ক্ষেত্রেও হটকারি সিদ্ধান্ত নিয়ে চলেছে সরকার। অনিয়মিত কর্মচারীদের ১০ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সরকার নিয়মিতকরণ করার কোন উদ্যোগ নিচ্ছে না। কিন্তু ২০১৮ সালে মানুষকে এই সমস্যাগুলি সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার মস্ত দখল করেছিল বিজেপি। আর এখন প্রতারণা করে চলেছে বলে অভিযোগ তিনি। এদিন গন অবস্থানে এছাড়াও উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস সহ অন্যান্য নেতৃত্ব। তারা বলেন, ৭২ ঘন্টার গন অবস্থান থেকে পথচারী এবং ব্যবসায়িদের কাছ থেকে স্বতস্ফুত সাড়া পাওয়া গেছে। যুব কংগ্রেসের এই লড়াই সব অংশের মানুষের জন্য বলে জানান যুব কংগ্রেসের নেতৃবৃন্দরা। মিথ্যা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার। তাই এই সরকারে বিরুদ্ধে রাজ্যের বেকার যুবক-যুবতীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এ আন্দোলন বেকার যুবক যুবতীদের আন্দোলন বলে জানান। এদিন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় যুব কংগ্রেসের গণ অবস্থান। গণঅবস্থানের মধ্যে দিয়ে ১১ দফা দাবি তুলে ধরা হয়। সরকার ১১ দফা দাবি পূরণের জন্য যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে এদিন গনঅবস্থানের শেষ লগ্নে হুঁশিয়ারি দেন যুব কংগ্রেসের নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য