স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : এক বছর পিছিয়েছে ভিলেজ কমিটির নির্বাচন। ফলে উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। কিন্তু গত এক বছরে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের কাছে বহুবার দাবি জানানো হয়েছে দ্রুত নির্বাচন সংগঠিত করার জন্য। কিন্তু নির্বাচন কমিশন ভিলেজ কমিটির নির্বাচন সংগঠিত করে নি। পরবর্তী সময় হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন রাজেশ দেববর্মা এবং ডালিয়া দেববর্মা।
হাইকোর্ট আগামী নভেম্বর মাসের মধ্যে রাজ্যের ভিলেজ কমিটির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। ১৩ জুলাই হাইকোর্টের ডাবল বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে। নভেম্বর মাসে প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করে গণনার কাজ সম্পন্ন করার জন্য নির্দেশে বলা হয়েছে। উচ্চ আদালতে রায়ে খুশি তিপ্রা মথা। বুধবার মানিক্য কোর্টে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানেন তিপ্রা মথার সভাপতি বিজয় রাঙ্খল। তিনি আরো বলেন ৫৮৭ টি ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে তিপ্রা মথা পুরোপুরিভাবে প্রস্তুত। আগামী ২৬ জুলাই মাণিক্য কোর্টে এক বৈঠকে মিলিত হয়ে দলের নেতৃত্বরা আগামী দিনের নির্বাচনী রণকৌশল তৈরি করবে। দলের প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে। ভিলেজ কমিটি নির্বাচনে তিপ্রা মথার বড় জয় হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।