Saturday, December 13, 2025
বাড়িরাজ্যদোকানের দরজা ভেঙ্গে প্রাণে মারার চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দোকানের দরজা ভেঙ্গে প্রাণে মারার চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ আগস্ট :  মঙ্গলবার গভীর রাতে অন্ধকারে দোকানের দরজা ভেঙ্গে এক ব্যক্তিকে প্রাণ নাশের চেষ্টা।অভিযোগের তীর নিজ স্ত্রীর বিরুদ্ধে। ভাগ্যচক্রে ওই ব্যক্তি দোকানে না থাকায় প্রাণে বাঁচেন এবং পরবর্তীতে চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ী পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডের খাদিমপাড়ার বাসিন্দা সাবুল মিয়া। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ১২ আগস্ট মঙ্গলবার গভীর রাতে ৮নং আসাম-আগরতলা জাতীয় সড়কের কুর্তা গাছ সংলগ্ন এলাকায় উনার দোকানে একদল সশস্ত্র দুষ্কৃতিকারীরা দোকানের দরজা ভাঙ্গে।

কিন্তু পরে ভেতরে প্রবেশ করে উনার দোকানের কোন সামগ্রী চুরি করেনি দুষ্কৃতিকারীরা। তাছাড়া ভাগ্যক্রমে ঐদিন দোকান মালিক সাবুল মিয়া দোকানে ছিলো না। তাই উনার সন্দেহ, ওই সশস্ত্র দুষ্কৃতিকারীরা উনাকে প্রাণে মারার জন্যই দোকানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তিনি আরো জানান, উনার স্ত্রী হাজিরা বেগমের সঙ্গে উনার পারিবারিক সমস্যা থাকায় তার স্ত্রী নাকি তাকে প্রাণে মারার জন্য কৌশল করেছিল বলেই উনার সন্দেহ। তাই তিনি বুধবার সকালে চুরাইবাড়ি থানায় স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সাবুল আরো জানান, চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা অবস্থায় তিনি প্রশাসনের নিকট ন্যায় বিচার চেয়েছেন। বর্তমানে তিনি প্রান সংশয় ভুগছেন। যদি কোন অঘটন ঘটে তার জন্য তার স্ত্রী সহ অন্যান্যরা দায়ী থাকবে বলে দাবি করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য