স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ আগস্ট : রাত পোহালেই স্বাধীনতা দিবস পালিত হবে সারা দেশে। তাই ৭৯ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে উত্তর জেলার সর্বত্র চলছে পুলিশের ব্যাপক তল্লাশি অভিযান। উওর জেলার কদমতলা ও চুড়াইবাড়ি থানা এলাকা জুড়ে রয়েছে আসাম–ত্রিপুরা সীমান্ত। পাশাপাশি ইয়াকুব নগর, ব্রজেন্দ্র নগর, মহেশপুর রানীবাড়ি সংলগ্ন এলাকায় রয়েছে ভারত–বাংলাদেশ সীমান্ত।
তাই সীমান্তবর্তী এই অঞ্চলগুলো দিয়ে যেন কোনও ধরনের অবৈধ অনুপ্রবেশ না হয় কিংবা অবৈধ সামগ্রী রাজ্যে যাতে প্রবেশ করতে না পারে, সেদিকে লক্ষ্যে রেখেই জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই প্রসঙ্গে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানিয়েছেন, চলমান তল্লাশি অভিযানের পাশাপাশি বোম স্কোয়াড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানো হচ্ছে। যাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হয়। সেই উদ্দেশ্য নিয়েই চলছে বিভিন্ন যানবাহনের তল্লাশি অভিযান।

