Friday, April 19, 2024
বাড়িরাজ্যকরোনার দৈনিক সংক্রমণ চার শতকের গণ্ডি পার, স্বস্তি সুস্থতায়

করোনার দৈনিক সংক্রমণ চার শতকের গণ্ডি পার, স্বস্তি সুস্থতায়


আগরতলা, ১৯ জুলাই (হি.স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ আরও বৃদ্ধি হয়েছে। ঝড়ের গতিতে সংক্রমণের বৃদ্ধির মাঝে সুস্থতা কিছুটা স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাতে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। তবে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধিতে আক্রান্তের হারও বেড়েছে, তা বোঝাই যাচ্ছে। এদিকে অবশ্য গত ২৪ ঘণ্টায় ১২৪ জন সুস্থ হয়েছেন। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হল, পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণের প্রকোপ ঝড়ের গতিতে বেড়েই চলেছে।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৭৪ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৮৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ২১ এবং রেপিড অ্যান্টিজেনে ৪৫৬ জন মোট ৪৭৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১২.১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১২৪ জন সুস্থ হয়েছেন।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৭১২ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০২৯০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০০২০৩ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার বেড়ে হয়েছে ৪.১০ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৭.৩৭ শতাংশ। এদিকে, ০.৯০ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২৪০ জন, সিপাহিজলা জেলায় ৪৩ জন, খোয়াই জেলায় ১৭ জন, গোমতী জেলায় ৫১, ধলাই জেলায় ৩৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩২, উনকোটি জেলায় ১২ জন এবং দক্ষিণ জেলায় ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনার প্রকোপে মারাত্মক বৃদ্ধিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন চিন্তাভাবনার প্রয়োজন বোধ করাচ্ছে। স্বাস্থ্য দফতর এখনই বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে। কিন্তু করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এ মুহূর্তে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না ত্রিপুরা সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য