Sunday, March 23, 2025
বাড়িরাজ্যসাতটি মোর্চার সংযুক্ত কার্যকারিণী বৈঠক নজরুল কলাক্ষেত্রে

সাতটি মোর্চার সংযুক্ত কার্যকারিণী বৈঠক নজরুল কলাক্ষেত্রে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির সাতটি মোর্চার সংযুক্ত কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এই সংযুক্ত মোর্চার কার্যকারিণী বৈঠকের সূচনা করেন প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক ভি সতীশ, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মহামন্ত্রী ফনিন্দ্র নাথ শর্মা সহ অন্যান্য  নেতৃত্ব।

এদিনের সংযুক্ত মোর্চার কার্যকারিণী বৈঠকে সাতটি মোর্চার প্রদেশ, জেলা স্তরের নেতৃত্বরা অংশ গ্রহণ করেন। ছিলেন বিজেপি-র মন্ত্রী ও বিধায়কেরা।  দলের কার্যপদ্ধতির অপরিহার্য অঙ্গ এই কার্যকারিণী বৈঠক। তারই অঙ্গ হিসাবে প্রদেশ স্তরে মোর্চা গুলির কার্যকারিণী বৈঠক হয়। কিন্তু এবার তা সংযুক্ত আকারে হচ্ছে। এই বৈঠক থেকে বিগত দিনের সাংগঠনিক কাজ কর্মের পর্যালোচনা করা হবে। ঠিক তেমনি ভাবে আগামী দিনের দিশা তৈরি হবে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় রণনীতি স্থির করা হবে বৈঠক থেকে। বুথ স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার দিশা এই কার্যকারিণী বৈঠক থেকে স্থীর করা হবে বলে জানান বিজেপি ও বি সি -মোর্চার সভাপতি সমীর ঘোষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য