স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : ছাত্র নেতার উপর আক্রমণের ঘটনা রাজ্যে আন্দোলন ক্রমশ তেজী রূপ ধারণ করছে। কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা। জানা যায়, কৈলাশহরে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ কৈলাশহর নগর শাখার সম্পাদক শিবাজি সেনগুপ্তর উপর সম্প্রতি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। কিন্তু পুলিশ ঘটনা তদন্ত শুরু করেনি। তাই তদন্তের দাবিতে মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের কর্মী সমর্থকরা।
এইদিনের বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন কলেজে পাঠরত অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা হাতে প্লেকার্ড নিয়ে সামিল হয়। বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি জানানো হয় ছাত্র নেতা শিবাজি সেনগুপ্তর উপর হামলার ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের গ্রেপ্তারের। উপস্থিত ছিলেন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের পশ্চিম ও সিপাহীজলা জেলার দায়িত্ব প্রাপ্ত নেত্রী পার্বতী ভট্টাচার্য। তিনি জানান ছাত্র নেতা শিবাজি সেনগুপ্তর উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। এ বি ভি পি ধারণা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালানো হয়েছে। এবং তাদের একটি টিম রয়েছে। যারা এ ধরনের ঘটনার সাথে পুরোপুরিভাবে জড়িত। তবে তাদের মধ্যে মাস্টারমাইন্ড মোহাম্মদ নাজমুল ইসলাম, রুনু মিয়া। তাদের যতদিন গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। পরবর্তী সময় এবিভিপি একটি প্রতিনিধিদল রাজ্য পুলিশের আধিকারিকের কাছে গিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন। দাবি জানান অভিযুক্তদের যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাহুল দেবনাথ, প্রিতম পাল, রুপম দত্ত ও পার্বতী ভট্টাচার্য।