Friday, November 22, 2024
বাড়িরাজ্যশাসক দলের মনোনয়ন পত্র দাখিল

শাসক দলের মনোনয়ন পত্র দাখিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : আগরতলা পুর নিগমের নির্বাচনের মনোনয়ন পেশের পর্ব চলছে। মঙ্গ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : আগরতলা পুর নিগমের নির্বাচনের মনোনয়ন পেশের পর্ব চলছে। মঙ্গলবার আগরতলা পুর নিগমের ওয়ার্ড গুলির বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেন। এদিকে মনোনয়ন পত্র দাখিল করার জন্য মিছিলে পা মেলান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি জানান, আসন্ন পুর ভোটে জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত। এবং কমিউনিস্ট মুক্ত ওয়ার্ড গঠন হবে।

 বিজেপির মূল উদ্দেশ্য উন্নয়ন। ২০১৮ সালে সরকার প্রতিষ্ঠায় পর উন্নয়নের জন্য রাজ্যে কাজ চলছে। আসন্ন পুর ভোটে জয়ী হয়ে সমৃদ্ধশালী ত্রিপুরা এবং শ্রেষ্ঠ আগরতলা গড়ে তোলা হবে বলে জানান তিনি। আসন্ন পুর ভোটে মহিলাদের প্রাধান্য দেওয়া হয়েছে। দেশের প্রধানমন্ত্রী মহিলাদের সশক্তিকরণ করতে চান। এবং মহিলাদের রোজগার দিতে চান বলে জানান তিনি।

এদিন আগরতলা পুর নিগমের ৪০ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী সম্পা সরকার চৌধুরী রাজধানীর মিলন সংঘ থেকে একটি মিছিল সংঘটিত করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মনোনয়ন পত্র দাখিল করতে যান। সঙ্গে ছিলেন ৮ নং টাউন বড়দোয়ালীর মন্ডল সম্পাদক অভিজিৎ দাস, প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত চৌধুরী সহ অন্যান্যরা। এদিন মনোনীত প্রার্থী সম্পা সরকার চৌধুরী বলেন, দীর্ঘ ১০ বছর ধরে তিনি বিরোধী দলের কাউন্সিলর পদে থেকে মানুষের সুখ দুঃখে পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখন তিনি শাসক দলের কাউন্সিলর হয়ে আগামী দিনেও কাজ করতে চান। তবে তিনি এদিন বলেন বিগত দিনে কাউন্সিলের থাকার সময় এলাকার মৌচাক ক্লাবের সাথে মন্ত্রী পুকুরটি সংস্কারের জন্য বহুবার সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। কিন্তু কর্ণপাত করেনি তৎকালীন বাম সরকার। কিন্তু এবার তিনি জয়ী হয়ে মন্ত্রী পুকুরটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করবেন। এবং তিনি বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান।

এদিকে আগরতলার শঙ্কর চৌমুহনী থেকে ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপক মজুমদারকে নিয়ে দলীয় কার্যকরতাদের একটি সুসজ্জিত র‍্যালী শুরু হয়। র‍্যালীটি বিজয় কুমার চৌমুহনী , টি আর টি সি , আই জি এম চৌমুহনী হয়ে সদর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে যায়। সেখান থেকে মনোনয়ন পেশ করেন আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার। পুর নিগমের নির্বাচনে ৫১ টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থিরা বিপুল ভোটে জয় যুক্ত হবে বলে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আগরতলা পুর নিগমের বাসিন্দাদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে দীর্ঘ ২৫ বছর বামফ্রন্ট পরিচালিত পুর নিগম সম্পূর্ণ রূপে ব্যর্থ ছিল। কার্যকরতা , ও নিগমবাসীর আশীর্বাদে পুর নিগমের নতুন বোর্ড গঠন করবে বিজেপি। সুন্দর, নির্মল , দূষণ মুক্ত আগরতলা তৈরি করা হবে। ২০১৮ সালে বিপ্লব দেবের নেতৃত্বে রাজ্য সরকার গঠিত হওয়ার পর প্রচুর কাজ রাজ্যের জন্য করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারত বর্ষের মানুষের জন্য কাজ করছে। আগরতলা পুর নিগম গঠন করার পর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলির যে সুবিধা রাজ্যের মানুষ পাচ্ছেন তার পাশাপাশি ২৫ বছর যে দলীয় ভাবে পুর নিগম পরিচালনা করা হয়েছিল বামেদের হাত ধরে, সেই পথে হাটবে না বিজেপি। সকল মানুষের সুখ শ্বাচ্ছন্দের কথা মাথায় রাখা হবে বলে জানান ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। সকলের কাছে আহ্বান জানান বিজেপি প্রার্থিদের জয়ী করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য