Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যব্যাঙ্ক জাতীয়করণ দিবসে আন্দোলন ঘোষণা করলেন ব্যাংক কর্মচারীরা

ব্যাঙ্ক জাতীয়করণ দিবসে আন্দোলন ঘোষণা করলেন ব্যাংক কর্মচারীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : ব্যাংক জাতীয়করণ দিবস থেকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে চলেছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। সোমবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত। তিনি বলেন, ১৯ জুলাই ব্যাংক জাতীয়করণ দিবস। ১৯৬৯ সালে ১৯ জুলাই দেশে প্রথম ১৪ টি বেসরকারি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। তাই এই দিনটি অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে দিনটি উদযাপন করা হয়। এ বছর দিনটি সংগঠনের পক্ষ থেকে অন্যভাবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 কারণ গত শীতকালীন পার্লামেন্ট অধিবেশেনে কেন্দ্রীয় সরকার দুটি জাতীয় ব্যাংককে বেসরকারিকরণ করার উদ্যোগ নিয়েছিল। এবং আসন্ন অধিবেশনে তারা পুনরায় বিলটি আনার চেষ্টা করছে। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন সোমবার থেকে রাজ্যের প্রতিবাদ গড়ে তুলেছে। মঙ্গলবার অর্থাৎ ব্যাংক জাতীয়করণ দিবসের দিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সামনে থেকে সুবিশাল মিছিল সংগঠিত করবে। তারপর প্যারাডাইস চৌমুহনি এলাকায় একটি সভা সংগঠিত করা হবে। ২০ জুলাই সিপাহীজেলা জেলায়, গোমতী জেলা, দক্ষিণ জেলায় বিক্ষোভ প্রদর্শন করা হবে। ২১ জুলাই জিরানিয়া মহকুমা, তেলিয়ামুড়া মহকুমা এবং খোয়াই মহকুমা প্রদর্শন করা হবে। বিক্ষোভ প্রদর্শন থেকে দিল্লি চলো অভিযানের আওয়াজ তোলা হবে। এই বিক্ষোভ প্রদর্শনের মূল কারণ হচ্ছে ব্যাংক কর্মীরা কোনভাবেই দেশের রাষ্ট্রীয় ব্যাংক গুলিকে পুঁজি-পতিদের হাতে তুলে দেবে না। কারণ দেশের ১০ লক্ষাধিক ব্যাংক কর্মচারী শিল্প, শিক্ষা, কৃষি সহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। বিশেষ করে সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে বলে জানান তিনি। রাষ্ট্রীয়ত্ব ব্যাংকগুলি যদি এভাবে বেসরকারীকরণের দিকে নিয়ে যায় তাহলে মানুষ বঞ্চিত হবে। তাই কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবে বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এর নাম দেওয়া হয়েছে ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও। এই স্লোগান দেশের প্রত্যেকটা নাগরিকের আমানত সুরক্ষার জন্য বলে জানান সংগঠনের নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য