স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : গত ৬ জুলাই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮,৯৩১ জন। ফলাফল নিয়ে এখন পর্যন্ত কোন ভুলভান্তির অভিযোগ নেই। ফলাফলের পর ১৫ এবং ১৬ জুলাই মার্কশিট বিতরণ করা হয়ে গেছে। কিন্তু গত বছর ডিসেম্বর মাসে টার্ম ওয়ান পরীক্ষা নেওয়া হয়।
সেই সময় কিছু পরীক্ষার্থী ফর্ম ফিলাপ করতে না পারায় তাদের পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছিল পর্ষদ। এই সংখ্যা অনেক ছিল। ডাটাবেইস ঠিক রাখতে গিয়ে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে রেজিস্ট্রেশন নাম্বারের পাশে শ্লেষ দিয়ে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার বছর লেখা হয়েছে। এই নিয়ে ছাত্র ছাত্রীরা দ্বিধা গ্রস্থ। এই সমস্যা দূর করতে উচ্চ মাধ্যমিকের মার্ক শিট গুলিকে পরিবর্তন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে। পর্ষদ সভাপতির অনুমতি ক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান সচিব ড. দুলাল দে। সংশ্লিষ্ট স্কুল গুলির কাছে আহ্বান জানানো হয় যাদের মার্কশিট প্রদান করা হয়েছে তাদের কাছে থেকে সেই মার্কশিট সংগ্রহ করে বোর্ডে জমা দেওয়ার জন্য। এই নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান তিনি।