স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১১ আগস্ট : মহাদেবকে তুষ্ট করা কোনও কঠিন বিষয় নয়। তিনি অল্পেই খুশি হন, তাঁর উপাসকদের দু’হাত খুলে আশীর্বাদ করেন। তাই শ্রাবণ মাসের শেষ সোমবারে উদয়পুর মাতা ত্রিপরেশ্বরী মন্দির, সেন্ট্রাল রোড মহাদেব বাড়ি সহ বিভিন্ন শিব বাড়িতে ধর্মপ্রাণ শিব ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। শিবের মাথায় জল ঢেলে পরিবার ও স্বামী সন্তানদের মঙ্গল কামনা করেন মহিলা ভক্তরা। পুরোহিত মশাই বলেন, শ্রাবণ মাস শিবের জন্ম মাস। আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার।
সোমবারেই শিব আবির্ভূত হয়েছিলেন। সেই ধর্মীয় বিশ্বাসে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে ধর্মপ্রাণ শিব ভক্তরা শিবের মাথায় জল ঢেলে আশীর্বাদ প্রার্থনা করেন। শ্রাবণ মাসের শেষ সোমবারে এ বিষয়ে ভক্তদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। মধ্যরাত থেকেই শিব ভক্তরা ভার নিয়ে ছুটে চলেন উদয়পুর মাতাবাড়ি কল্যাণসাগর দিঘির ঘাটে। সুতি বস্ত্রে সেখান থেকে জল উত্তোলন করে পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে অনেকেই আসেন উদয়পুর সেন্ট্রাল রোড মহাদেব বাড়ি মন্দিরে, আবার কেউ কেউ মাতা বাড়ি প্রাঙ্গণে শিব মন্দিরে শিব পূজা করেন। ভোরবেলা থেকেই সেন্ট্রাল রোড শিব মন্দিরে শিব ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। যুবক যুবতী তরুণ তরুণী পুরুষ মহিলা উভয়ে এদিন শিব মন্দিরগুলিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালতে দেখা গেছে। মহিলা ভক্তদের বিশ্বাস শিবকে সন্তুষ্ট করতে পারলে পারিবারিক জীবনে এবং স্বামীর সন্তানের মঙ্গল হবে। সেই প্রত্যাশাতেই ভক্তদের এই পূজার্চনা।

