স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১১ আগস্ট : বটতলা বাজার থেকে ব্রাউন সুগার ও গাঁজা সহ আটক তিন নেশাকারবারি। পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫.১ গ্রাম ব্রাউনসুগার, ২ কেজি গাঁজা ও নগদ ৫ হাজার ৫৫০ টাকা উদ্ধার হয়।
ধৃতরা হল গোপাল দাস, অমল সূত্রধর ও নয়ন সরকার। সদর মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ জানতে পারে বটতলা বাজারে জুতার দোকানের আড়ালে চলছে নেশা বাণিজ্য।
সেই সংবাদের উপর ভিত্তি করে পশ্চিম থানার ওসির নেতৃত্বে সাদা পোষাকে পুলিশ ঐ দোকানে অভিযান চালায়। অভিযানে আটক করা হয় তিন জনকে। ধৃতরা হল গোপাল দাস, অমল সূত্রধর ও নয়ন সরকার। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫.১ গ্রাম ব্রাউনসুগার, ২ কেজি গাঁজা ও নগদ ৫ হাজার ৫৫০ টাকা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা রুজু করা হয়েছে। সোমবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।

