Sunday, March 16, 2025
বাড়িরাজ্যবিধানসভায় সুদীপ ও মানিক সরকারের সাক্ষাৎ, আলোচনা রাজনীতি নিয়ে

বিধানসভায় সুদীপ ও মানিক সরকারের সাক্ষাৎ, আলোচনা রাজনীতি নিয়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : সোমবার বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেওয়ার পর বিরোধী দলনেতা মানিক সরকারের কক্ষে গিয়ে সৌজন্যতামূলক সাক্ষাৎ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। পরে সুদীপ রায় বর্মন জানান, রাজনীতি আলাদা বিষয়। কিন্তু সৌজন্যতা হারান নি। আহত থাকাকালীন সময়ে বিরোধী দলনেতা মানিক সরকার হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

 কিন্তু শাসক দলের কোন নেতৃত্ব দিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেননি। তাই এদিন ধন্যবাদ জানাতে মানিক সরকারের কক্ষে গিয়েছিলেন তিনি। বিরোধী দলনেতা মানিক সরকারের সাথে আলোচনা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে। খুব শীঘ্রই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিয়ে সার্বজনীন বৈঠক করা হবে বলে জানান সুদীপ রায় বর্মন। সোমবার বিধানসভায় এই চিত্র উঠে আসার পর রাজ্যে রাজনীতিতে আবারো জল্পনা – কল্পনা তুঙ্গে উঠেছে। তবে আগামী ৬ থেকে ৭ মাস পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে সুদীপ রায় বর্মনের ডাকা সার্বজনীন বৈঠক বিরোধী দলগুলিকে অনেকটাই মাইলেজ দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ গত সাড়ে চার বছরে বিরোধী সবগুলি রাজনৈতিক দলের মূল ইস্যু ছিল রাজ্যে গণতন্ত্র নেই। গণতন্ত্র উদ্ধারের কথা বলে সবকটি রাজনৈতিক দল রাজ্য চষে বেড়িয়েছে। তবে সাড়ে চার বছর পর যখন অপেক্ষা বিধানসভা নির্বাচন, তখন এ ধরনের সার্বজনীন বৈঠক থেকে হয়তোবা বিরোধী মঞ্চ গড়ে তোলার ডাক উঠতে পারে। আর যদি বিরোধী মঞ্চ গড়ে উঠে তাহলে শাসক দলের কাছে চ্যালেঞ্জ অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে অভিমত রাজনীতিবিদদের। আর এটাই হতে পারে বিরোধীদের অন্তিম কৌশল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য