স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : জাতীয় সড়কের বড়মুড়া পাহারের পুরাতন বড়দুয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ডিজেল ভর্তি ট্যাঙ্কার। দুর্ঘটনা গ্রস্থ ট্যাঙ্কারের নাম্বার টি আর ০১ জে ১৮৭৭। জানা গেছে রবিবার ধর্মনগর থেকে ডিজেল নিয়ে ট্যাঙ্কার গাড়িটি জোলাইবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। বড়মুড়া পাহাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি এসে ধাক্কা মারে ট্যাঙ্কাটিকে।
এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্যাঙ্কারটি। পড়ে যায় রাস্তার পাশে খাঁদে। অল্পেতে রক্ষা পায় গাড়ির চালক ও সহ চালক। তবে অল্প বিস্তর আহত হয় গাড়ির চালক আক্তার হুসেন ও সহ চালক স্বপন দাস। তাদের বাড়ি ধর্মনগর। দুর্ঘটনার পর পালিয়ে যেতে সক্ষম হয় বিপরীত দিক থেকে আসা গাড়িটি। ঘটনার খবর পেয়ে আসে চম্পকনগর ফাঁড়ির পুলিশ। ডিজেল ভর্তি ট্যাঙ্কার গাড়ি দুর্ঘটনায় পড়ার পর সেই তেল সংগ্রহ করার জন্য ভীড় জমায় অনেকেই।