স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে প্রতিদিন দিকে দিকে বাড়ছে ক্ষোভ বিক্ষোভ । সরকার প্রশাসন সকলে ঠুঁটো জগন্নাথ। দিচ্ছে ব্যর্থতার পরিচয়। পানীয় জল এবং রাস্তা সংস্কারের জন্য এবার ক্ষুদ্ধ জনতার পথ অবরোধ করে রবিবার মনু ব্লক অধীন ময়নামা এলাকায়। জানা যায়, ময়নামা এডিসি ভিলেজ সহ আশপাশ এলাকার গ্রাম গুলির রাস্তাঘাট গুলি দীর্ঘদিন যাবত বেহাল দশায় পরিণত হয়ে আছে।
স্থানীয় জনগন রাস্তা সংস্কারের জন্য মনু ব্লক কতৃপক্ষকে বেশ কয়েকবার জানালেও কোন কাজ হয় নি। পাশাপাশি পানীয় জলের তীব্র সংকট। বহুবার এলাকার জনপ্রতিনিধি সহ দপ্তরের আধিকারিকদের অবগত করা হলেও কোন ভূমিকা গ্রহণ করে নি। তাই শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে রবিবার পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে সকাল থেকে ময়নামা সহ আশপাশ এলাকার মানুষ মনু – ছামনু রাস্তার ময়নামা এলাকায় রাস্তা অবরোধে বসে। রাস্তা দুপাশে দাঁড়িয়ে পড়ে বহু যানবাহন। যাত্রী দুরভোগ চরমে উঠে। পরবর্তী সময়ে প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে এসে আশ্বস্ত করলে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় ক্ষুদ্ধ জনতা।