Wednesday, March 26, 2025
বাড়িখেলাঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, চ্যাম্পিয়ন কাটিপতঙ্গ

ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, চ্যাম্পিয়ন কাটিপতঙ্গ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই। ঐতিহ্যকে ধরে রাখার এ এক অদম্য প্রয়াস। সপ্তাহব্যাপী হাজারো পেশায় নিজেকে নিয়োজিত রাখার ফুরসৎ-এ একদিনের ছুটি কাটানোর আমেজে ঘুড়ি উৎসবকে জড়িয়ে দেওয়ার আনন্দটাই আলাদা। সংগীত জগৎ থেকে লোকগীতি হারিয়ে যাওয়ার মতো ঘুড়ি উড়ানোর কৈশোরকালীন আনন্দটা বর্তমানে অনেকটা ব্রাত্য হয়ে গেছে। সেই ঐতিহ্যকে ধরে রাখার অনবদ্য অভিপ্রায় এই বাধারঘাট মাতৃপল্লীর কতিপয় যুবকবৃন্দের।

কাইট ফ্লাইং টুর্নামেন্ট, বাংলায় ঘুড়ি উৎসব বললে অত্যুক্তি ঠেকবে না। ২০২০ সালে হোয়াটসঅ্যাপ গ্রুপে গঠিত ‘গুড্ডিবাজ’ এবারও কাইট ফ্লাইং টুর্নামেন্ট তথা ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করেছিল। বাধারঘাট মাতৃপল্লীস্থিত এগ্রিকালচার মাঠে সকাল ন’টা থেকে একটা কৈশোরকালীন উন্মাদনায়, ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঘুড়ি- লাটাই আর সুতা নিয়ে প্রস্তুত ১০টি গ্রুপের মধ্যে নকআউট টুর্নামেন্টের আয়োজন। আয়োজকদের পক্ষে, সম্পাদক কৌশিক সমাজপতির মতে আগামী দিনে টুর্নামেন্টের ব্যাপ্তি আরো বাড়বে বলে প্রত্যাশার কথা জানান। দিনভর সৃষ্টিশীল ক্রীড়াশৈলীতে ভরপুর ঘুড়ির সুতায় তাৎক্ষণিক ভেষজ মাঞ্জা প্রদানের পাশাপাশি ঘুড়ি উড়ানো এবং ঘুড়ি কাটার প্রতিযোগিতা ঘিরে অত্র এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। এবারকার প্রতিযোগিতায় কাটিপতঙ্গ দল তথা কৌশিক সমাজপতি ও শ্যামতনু মজুমদার জুটি চ্যাম্পিয়ন, স্কাই হাই কাইটস্ তথা নিমাই দেববর্মা এবং অরিজিৎ মহালানবিশ জুটি রানার্স আপ ট্রফি পেয়েছে। তৃতীয় স্থান দখল করেছে টিম রুদ্রাক্ষ তথা দেবেশ দেবনাথ ও দেবদাস দেবনাথ। প্রতিযোগিতা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য