স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : শাসক দলের নেতার ষড়যন্ত্রে তিনদিন ধরে গ্রাম অন্ধকার।অতিরিক্ত গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু একজনের ।এমনটাই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করল কুমারঘাট সায়দাবাড়ির সাধারণ মানুষ । শনিবার রাতে বিদ্যুৎ এর দেখা মিললেও বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে শাসকদলের নেতা বাপ্পা দাস খুলে নেয় কাটাউট।
যার ফলে অতি গরম দাবদাহে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ক্ষুদ্র এলাকাবাসীর। রবিবার সোনাইমুড়ী গ্রামের সায়দাবাড়ি এলাকায় পথ অবরোধ করে। প্রায় তিন দিন থেকে বিদ্যুৎ নেই কুমারঘাট মহুকুমার বিভিন্ন গ্রামে। বিদ্যুৎ না থাকার করেন জলও পাছে না । অথচ বিদ্যুৎ অফিসের লোকদের কোন হেলদোল নেই।সায়দাবাড়ী গ্রামের গ্রামবাসী গাছ কেটে খুটি তুলে বিদ্যুতিক লাইন সংস্কার করে, আবার রবিবার রাতে ট্রান্সফরমার থেকে কাটাউট করে নেওয়ায় বিদ্যুৎ চলে যায়। কাটাউট করা অভিযুক্তের নাম বাপ্পা দাস। এই ধরনের অমানবিকতার ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী বেজায় ক্ষুদ্ধ। রাস্তা অবরোধ করে বাপ্পা দাসকে গ্রেপ্তারের দাবি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের আশশেষে অগণিত প্রত্যাহার করে এলাকাবাসী।