স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : আবারো উত্তপ্ত রাজ্যের প্রত্যন্ত এলাকা। নীরব প্রতিবাদে এবার কালো পতাকা ঝুলিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। জুমলাবাজ সাম্প্রদায়িক প্রতিমা ভৌমিক গো ব্র্যাক লিখে লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় পোস্টার। শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে কেন্দ্র করে এমনটাই অপ্রচার রাজ্যের প্রত্যন্ত এলাকা সংগঠিত করেছে দুর্বৃত্তরা। জানা যায় শনিবার দুপুরে ধনপুর বিধানসভা কেন্দ্রের কাইচ্ছাখলাই ভিলেজে প্রতিমা ভৌমিকের বিরোধীতা করে এই ধরনের পোস্টার এবং কালো পতাকা রাস্তার দুপাশে লাগানো।
কিন্তু কে বা কারা এ ধরনের কাজ করেছে তা এলাকার মানুষ মুখ খুলছে না। ধারণা করা হচ্ছে শাসক দলকে কালিমা লিপ্ত করতে এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। এদিন কালো পতাকা এবং জুমলাবাজের পোস্টার লাগিয়ে বুঝাতে চেয়েছে সরকার গত সাড়ে চার বছরে কোন প্রতিশ্রুতি পালন করে নি। এলাকার মানুষ বেকারত্ব, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত বলে সুত্রে খবর। তাই এ ধরনের অপপ্রচার বলে মনে করছে রাজনৈতিক মহল। যা একপ্রকার আড়ালে থেকে প্রতিবাদ বলা যায় মানুষের। মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের কালো পতাকা এবং অপপ্রচারমূলক পোস্টার রাস্তা দুই পাশে লাগানো থাকলেও কেউ এসে খুলতে দেখা যায়নি। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।