স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : মিড ডে মিলের খিচুড়ি খেয়ে অসুস্থ প্রায় ৩০ জন ছাত্র ছাত্রী। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার ছামনু ধন্যরাম কারবারী পাড়ায়। জানা যায় ছামনু ইংলিশ মিডিয়াম স্কুলের প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি এবং তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীরা ক্লাস শেষে মিড ডে মিলের খিচুড়ি খায়। খিচুড়িতে ছিল দুর্গন্ধ।
আর খিচুড়ি খাওয়ার পরই তাদের মাথা ঘুরতে শুরু হয়। এবং ছাত্র-ছাত্রীরা বমি করতে শুরু করে। তড়িঘড়ি অসুস্থ ছাত্র ছাত্রীদের ছামনু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এর মধ্যে কয়েকজন ছাত্র-ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু বর্তমানে ২৬ জন ছাত্রছাত্রীর চিকিৎসাধীন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা শাসক অমর্ত্য রায় বর্মন। তিনি হাসপাতালে গিয়ে ছাত্র-ছাত্রীদের খোঁজখবর নেন। পরে স্কুল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দেন। খিচুড়ি খাবারে বিষক্রিয়ার ফলেই এমন ঘটনা বলে ধারনা অভিভাবক মহলের। অভিভাবকদের প্রশ্ন মিড ডে মিলে খাবার ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রদান করার আগে কেন পরীক্ষা করা হয়নি। এদিন যে ঘটনাটি সংঘটিত হয়েছে এর দায়ভার কে নেবে? বহু ছাত্র-ছাত্রী এদিন অসুস্থ অবস্থায় বাকরুদ্ধ হয়ে পড়েছে। তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে অভিভাবকদের মধ্যে। এখন দেখার বিষয় তদন্ত কি বের হয়ে আসে। ঘটনায় সৃষ্টি হয়েছে চঞ্চল্য।