স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : শনিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রধানমন্ত্রী আবাস যোজনার তৃতীয় ডিপিআর শুনানির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কাউন্সিলের সদস্যা সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকেরা।
আগরতলা পুর নিগমের অন্তর্গত চারটি জোনালের বেশ কিছু বাড়ির সমস্যা ছিল। তাদের সঙ্গে যোগাযোগ করে সমস্যা গুলি সম্পর্কে অবগত হয়েছেন আধিকারিকেরা। সেই সমস্ত সমস্যা বর্তমানে দুর করা গেছে। আগরতলা পুর নিগম মানুষের পাশে থেকে তাদের সমস্যা গুলি নিরসন করে যাচ্ছে। একজন নাগরিক নিজের থেকে না জানালে তাদের জন্য বরাদ্দকৃত ঘর নির্মাণ নিয়ে সমস্যা গুলি নিরসনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করবে আধিকারিকেরা। বর্তমানে এক জন কল্যাণ মুখী সরকার রাজ্যে রয়েছে। একজন মানুষের চাহিদা পূরণের জন্য সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে। পাকা বাড়ি নির্মাণের স্বপ্ন সকলের মধ্যে থাকে। সমাজের অন্তোদ্যয় মানুষের ক্ষেত্রে এই স্বপ্ন পূরণ করা কষ্ট কর। ২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রী সেই স্বপ্ন পূরণের জন্য সঙ্কল্প নেন। সেই সঙ্কল্পের নাম ছিল আবাস যোজনা। ৫ টি ডিপিআর এর মাধ্যমে ঘর বরাদ্দ হয়েছে বলে জানান ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।