Friday, April 19, 2024
বাড়িরাজ্যপার্কিং ঘিরে ধুন্ধুমার, আহত যুবক

পার্কিং ঘিরে ধুন্ধুমার, আহত যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : দোকানের সামনে বাইক পার্কিং করায় মারধর যুবককে। দোকানের সামনে সরকারি জমিতে করা যাবে না পার্কিং। আর পার্কিং করলে যানচালকদের সাথে নিয়মিত দূর ব্যবহার করছে চানমারি এলাকার কিছু ব্যবসায়ী। শনিবার দুই ব্যবসায়ী মারে গুরুতর আহত হয় এক যুবক।

জানা যায় এদিন চানমারী এলাকার দ্বীপজ্যোতি দাস নামে ২৮ বছরে এক যুবক চাল আনতে রেশনে যান। তখন ইন্দ্রজিৎ নামে এক ব্যক্তির দোকানের সামনে বাইক পার্কিং না করার জন্য সেই যুবক দ্বীপ জ্যোতিকে বাধা দেয়। ইন্দ্রজিৎ জানতে চায় সে জায়গাতে কি সেই দোকানদারের ক্রয় করা কিনা? তখন ক্ষুদ্ধ দোকানদার দ্বীপজ্যোতি বাইকটির সরাতে আসে। এবং গালিগালাজ শুরু করে বলে অভিযোগ। তখন দ্বীপজ্যোতি দোকানদারে ইন্দ্রজিৎ-এর জিনিসপত্র ফেলে দেয়। তখন দোকান থেকে লাঠি বের করে বেধড়ক মারধর করে ইন্দ্রজিৎ এবং জহর নামে দুই যুবক বলে অভিযোগ। জানা যায়, আহত যুবকের পক্ষ থেকে দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য