স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ শনিবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রীর সাথে। রাজ্যের ঐতিহ্যবাহী রিশা দিলীপ ঘোষকে পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী সহধর্মিনী। পরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং সর্বভারতীয় সহ-সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষের মধ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরো কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।