স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : ফের পেট্রোল ও ডিজেলের দামে বৃদ্ধি মঙ্গলবার। এই দফায় পরপর সাতদিন জ্বালানির দাম বাড়ল। এখন প্রতিদিনই পেট্রোল ও ডিজেলের দামে লিটার পিছু ৩৫ পয়সা করে বৃদ্ধি হচ্ছে এবং তা প্রতিদিনই সর্বকালীন রেকর্ড করছে। প্রতিদিন সকালে জ্বালানির মূল্য নির্ধারণ করে থাকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এ
দিন পেট্রোলের দাম বেড়ে দাড়ায় লিটার প্রতি ১১০ টাকা ২৮ পয়সা। ডিজেলের মূল্য লিটার প্রতি দাঁড়ায় ১০২ টাকা ৫৮ পয়সা। এর আগে তেলের দাম এই হারে বৃদ্ধি পায়নি। নতুন করে প্রতিদিন তেলের দাম বৃদ্ধি সাধারনের মধ্যে ক্ষোভ রয়েছে যান চালক ও মালিকদের মধ্যে। ২৮ সেপ্টেম্বর থেকে এনিয়ে পেট্রোলের দাম ২৭ বার বৃদ্ধি হল। এর আগে তিন সপ্তাহ জ্বালানির দাম বৃদ্ধি স্থগিত রাখা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশ্বের বিভিন্ন তেল রপ্তানিকারী দেশ যেমন সৌদি আরব এবং রাশিয়ার সঙ্গে জ্বালানির দাম নিয়ে বৈঠক করে। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ব্যারেল পিছু ৮৫ ডলারের বেশি। প্রতিদিনের দাম বৃদ্ধি থেকে রক্ষা পেতে জ্বালানিকে জিএসটির আওতায় আনার দাবি উঠেছে। কিন্তু অনেক রাজ্য সরকার কর হারানোর ভয়ে তা মেনে নিতে পারছে না। কিন্তু মাথায় হাত আপামর জনগণের।