স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : পুর ভোটে প্রথমবারের মতো লড়াই করতে নেমেছে তিপ্রা মথা। মঙ্গলবার আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে ৫ টি ওয়ার্ডে মনোনয়ন পত্র জমা দিল তিপ্রা মথা মনোনীত প্রার্থীরা। পুর নিগমের ১১, ১২, ১৭, ১৯ ও ২২ নং ওয়ার্ডে প্রার্থী দিয়েছে তিপ্রা মথা।
এইদিন উমাকান্ত ময়দান থেকে তিপ্রা মথা দলের প্রার্থীদের নিয়ে দলের কর্মী সমর্থকরা মিছিল করে সদর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে যায়। সেখান থেকে তিপ্রা মথা মনোনীত প্রার্থীরা দলের নেতৃত্বদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের হাতে তুলে দেয়। তিপ্রা মথা দলের নেতৃত্ব চিত্তরঞ্জন দেববর্মা জানান আগরতলা পুর নিগমের নির্বাচনে দলের পক্ষ থেকে ৫ টি ওয়ার্ডে প্রার্থী দাড় করানো হয়েছে। কারন এই ৫ টি ওয়ার্ডে তিপ্রা মথা দলের সমর্থক রয়েছে। ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন মহিলা ও এক জন পুরুষ। তিনি আশা ব্যক্ত করেন তিপ্রা মথা দলের প্রার্থীরা নির্বাচনে জয়ী হবে।