আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : আগরতলা শহর উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) ঋণ মঞ্জুর করেছে। এডিবি-র আর্থিক সহায়তায় জল নিষ্কাশনি ব্যবস্থা এবং সকল আবহাওয়ার উপযোগী রাস্তা নির্মিত হবে।
আজ এক টুইট বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, আগরতলা শহর উন্নয়নে এডিবি ৬১ মিলিয়ন ডলার ঋণ এবং ১ মিলিয়ন ডলার টেকনিকাল অ্যাসিসটেন্স বাবদ অর্থ মঞ্জুর করেছে। ওই অর্থানুকূল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পনার ত্রিপুরা মডেল রাজ্যের দিকে এগিয়ে যাবে।
তাঁর কথায়, ওই অর্থে ৪৮ কিমি দীর্ঘ জল নিষ্কাশনি ব্যবস্থার উন্নতি এবং সকল আবহাওয়ার উপযোগী ২৩ কিমি রাস্তা নির্মাণ করা হবে। এতে ত্রিপুরার জীবনশৈলীর মানোন্নয়ন এবং উত্তর-পূর্বাঞ্চলে এই রাজ্য অর্থনৈতিক-বাণিজ্যিক হাব হিসেবে গড়ে উঠবে।