Thursday, March 28, 2024
বাড়িরাজ্যরোজভ্যালির কর্ণধার সহ তিন অধিকর্তা ও সংস্থার বিরুদ্ধে ৪৬৪ কোটি টাকা আত্মসাতের...

রোজভ্যালির কর্ণধার সহ তিন অধিকর্তা ও সংস্থার বিরুদ্ধে ৪৬৪ কোটি টাকা আত্মসাতের চার্জশিট জমা সিবিআই-এর

আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু সহ তিন অধিকর্তা এবং সংস্থার বিরুদ্ধে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। চার্জশিটে সিবিআই ৪৬৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে। ইতিপূর্বে ত্রিপুরা পুলিশ ২০১৮ সালে চার্জশিট জমা দিয়েছিল।

এক প্রেস বিবৃতিতে সিবিআই জানিয়েছে, ২০১৯ সালের ১৮ অক্টোবর রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছিল। তদন্তে সিবিআই জানতে পেরেছে, মানুষের অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই অভিযুক্তরা সংস্থা গঠন করেছিলেন। তাঁদের বিরুদ্ধে আরও অভিযোগ, বিভিন্ন স্কিম এনে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে এবং সেই অর্থ লোকসানে চলছে এমন সংস্থায় বিনিয়োগ করা হয়েছে। তাঁরা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে এবং ব্যক্তিগত স্বার্থে ওই অর্থের নয়ছয় করেছে।

তাঁদের বিরুদ্ধে আরও অভিযোগ, অধিক মুনাফার প্রচার করে মানুষকে প্রলুব্ধ করতেন তারা। এক্ষেত্রে বিরাট সংখ্যায় এজেন্ট নিযুক্তির মাধ্যমে মানুষ কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে। অবশ্য বিনিময়ে ওই এজেন্টদের প্রচুর টাকা কমিশন দিয়েছেন। সিবিআই জানিয়েছে, আমানতকারীদের ৪৬৪ কোটি ৮০ লক্ষ ৬ হাজার ৩৩১ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। অভিযোগের তদন্ত করে সিবিআই আজ আগরতলায় জেলা ও দায়রা জজ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য