স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখালেন খোদ শিক্ষামন্ত্রী। মাস্ক পরিধান না করেই বৃহস্পতিবার আচমকা রাজধানীর বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরী পরিদর্শনে যান রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। এইদিন বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর সার্বিক ব্যবস্থাপনা সরজমিনে খতিয়ে দেখেন তিনি।
মন্ত্রী রতন লাল নাথ এইদিন লাইব্রেরীতে আসা পাঠকদের সাথে কথা বলেন। পাঠক সহ অধিকাংশ কর্মী এদিন মুখে মাস্ক পরিধান করেন নি। ছিল না দৈহিক দূরত্ব। পশ্চিম জেলায় ইতিমধ্যে সংক্রমণ শীর্ষস্থান দখল করে আছে। উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিম জেলা। আর মন্ত্রী মশাই মাস্ক পরিধান না করে পরিদর্শনে বের হয়ে যান। পরে এক সাক্ষাৎকারে মন্ত্রী রতন লাল নাথ জানান বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর একটা কমিটি রয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির বৈঠক হবে। এই কমিটিতে অধ্যাপক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা রয়েছেন। আগামী বছর লাইব্রেরী উন্নয়নের জন্য কি কি করা হবে সেই বিষয়ে এইদিনের বৈঠকে আলোচনা করা হবে। রাজ্য সরকার মনে করে মানব সম্পদ উন্নয়ন সবচেয়ে বড় বিষয়। মানব সম্পদ উন্নয়নের জন্য লাইব্রেরী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করে তারা এই লাইব্রেরীতে আসে। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীতে প্রায় ১০ লক্ষ বই রয়েছে। লাইব্রেরী মেম্বাররা নিয়ম মেনে এই বই গুলি বাড়িতেও নিয়ে যেতে পারে।