Saturday, April 20, 2024
বাড়িরাজ্যতিন জেলায় ২৪ ঘন্টার বনধের ডাক কংগ্রেস

তিন জেলায় ২৪ ঘন্টার বনধের ডাক কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : রাজের আইনের শাসন নেই। বিজেপির হামলা হুজ্জতি চলছে রাজ্যে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের উপর। এর বিরোধিতা করে আগামী ২১ জুলাই ঊনকোটি, উত্তরজেলা এবং ধলাই জেলায় ২৪ ঘন্টার বনধের ডাক দেয় কংগ্রেস। এদিন কংগ্রেস আইন অমান্য আন্দোলন করে গ্রেফতার হবে। বুধবার কৈলাশহরে এক সাংগঠনিক সভায় পস্তাব পেশ করে বনধের ডাক দেওয়া হয় বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।

 তিনি জানান, এদিন ধর্মনগর কৈলাসহর পানিসাগর সহ বিভিন্ন জায়গায় এই আইন অমান্য আন্দোলন হবে। এই আইন অমান্য আন্দোলনে ১১ দফা দাবি সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। এর মধ্যে রয়েছে মূলত রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনা, অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করা, গত সাড়ে চার বছরে কংগ্রেস কর্মী সমর্থকদের উপর যেসব হামলার ঘটনা সংঘটিত হয়েছে, সেসব ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা, কৈলাসহরে বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করা এবং কমলপুর মানিক ভান্ডারে অতিসত্বর বিমানবন্দর চালু করার ব্যবস্থা গ্রহণ করা, ধর্মনগর থেকে খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত দ্বিতীয় রেল লাইন স্থাপন করা, ধর্মনগর রেলস্টেশনে রেল ডিভিশন স্থাপন করা। এ ছাড়াও দুর্নীতির সুষ্ঠ তদন্তের দাবি জানানো হবে। কারণ গত সাড়ে চার বছর রাজ্য এত পরিমাণে দুর্নীতি হয়েছে যে মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে বাধ্য হয়েছে বিজেপি। এই দাবি ২১ জুলাই ১০ হাজার কর্মী নিয়ে ময়দানে নামবে কংগ্রেস।

 তিনি জানান এদিন থেকে ২০২৩ -এর জন্য আন্দোলন শুরু হবে। আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকে ২০ টি পিছিয়ে পড়া ডেভেলপমেন্ট কাউন্সিলের জন্য দিল্লি অভিযান করবে কংগ্রেস। এছাড়া আরো ৩০ টি ডেভেলাপমেন্ট কাউন্সিল অর্থাৎ মনিপুরী ডেভেলাপমেন্ট কাউন্সিল, নাগ ডেভেলাপমেন্ট কাউন্সিল সহ আরো ৩০ টি গঠন করতে দাবি জানানো হবে। যাতে নিজেরাই নিজেদের সেবা করতে পারে। এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করে দাবিগুলির তুলে ধরা হবে। কারণ বিজেপি ধর্ম এবং সম্প্রদায় দিয়ে ভারতকে ভাঙতে চায়। তাই এর বিরুদ্ধে আগামী ৯ আগস্ট দেশে সব জেলায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে ৭৫ কিলোমিটার পদযাত্রা করা হবে। এর নাম দেওয়া হবে ভারত জোড় পদযাত্রা। আগামী ২০২৩ -এ সরকার গড়া বিশেষ লক্ষ্য নিয়ে এই কর্মসূচিগুলো গ্রহণ করা হয় বলে জানান শ্রী সিনহা। এদিন সভায় এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য,  ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, উত্তর জেলা, ধলাই  এবং ঊনকোটি জেলার প্রদেশ কংগ্রেস সদস্য , জেলা কংগ্রেস সভাপতি , ব্লক কংগ্রেস সভাপতি, যুব কংগ্রেস সভাপতি সহ তিন জেলার ১৭ টি বিধানসভার কেন্দ্রের কংগ্রেস নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য