স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : ৬ মাস পর আবারও রাজ্যকে অস্বস্তিতে ফেলছে সংক্রমণ। সংক্রমনের কেন্দ্রবিন্দু পশ্চিম জেলা। আগরতলা পুর নিগম এলাকায় সংক্রমণের হার বেশি। এই অবস্থার দিকে নজর রেখে চলেছে স্বাস্থ্য দপ্তর। মহাকরণে হয় পর্যালোচনা বৈঠক । এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে সদর মহকুমা শাসকের কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন , শহরের সমস্ত বাজার কমিটি ও শপিং মল গুলির প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে পৌরহিত্য করেন সদর মহকুমা শাসক অসীম সাহা।
রাজ্যের বিভিন্ন স্থান থেকে বাজার গুলিতে ক্রেতারা আসেন। তাদের সামগ্রী দিতে হয়। এই অবস্থায় কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী থাকে ব্যবসায়ীদের। তাই প্রত্যেকটা বাজার যাতে আগের মত নিয়ন্ত্রনে আসে। কোভিড বিধি নিষেধ যাতে সঠিক ভাবে পালন করে তার নির্দেশ বৈঠক থেকে দেওয়া হয়েছে বলে জানান সদর মহকুমা শাসক। তিনি আরও জানান মাস্ক পড়া বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ঘন ঘন হাত ধোওয়া। এই বিষয় গুলির দিকে নজর দিতে হবে বলে জানান তিনি। শপিং মল গুলিতে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান করা নিশ্চিত করতে দায়িত্ব নিতে হবে কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই শহর জুড়ে মাইকিং করা হচ্ছে। শপিং মল গুলিতেও অনুরূপ ভাবে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন শহরের ক্লাব গুলিকে নিয়ে অনুরূপ ভাবে বৈঠক করা হয় । বুস্টার ডোজ সকলের জন্য করা হয়েছে বলে জানান তিনি। ছিলেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিষ দাস।