Saturday, February 8, 2025
বাড়িরাজ্যদলত্যাগ আইনে বিজেপি বিধায়ক আশিস দাসের সদস্য পদ বাতিলের আবেদন, নোটিশ ইস্যু

দলত্যাগ আইনে বিজেপি বিধায়ক আশিস দাসের সদস্য পদ বাতিলের আবেদন, নোটিশ ইস্যু

আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : তৃণমূলে যোগ দিয়েই বিধায়ক পদ খোয়াতে চলেছেন ত্রিপুরার সুরমা কেন্দ্রের বিজেপি বিধায়ক আশিস দাস। দলত্যাগ আইনে বিধায়ক পদ খারিজের আবেদনে তাঁকে বিধানসভার সচিব নোটিশ পাঠিয়েছেন। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তাঁকে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন বিধায়ক আশিস দাস। সম্প্রতি কলকাতায় গিয়ে মস্তক মুণ্ডন করে বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রায়শ্চিত্ত করেছেন তিনি। গতকাল আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন।স্বাভাবিকভাবেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবি উঠেছে। ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায় অধ্যক্ষ রতন চক্রবর্তীকে সংবিধানের দশম ধারায় দলত্যাগ আইনে সুরমা কেন্দ্রের বিধায়ক আশিস দাসের সদস্যপদ খারিজের আবেদন জানিয়েছেন।

ওই আবেদনের ভিত্তিতে ত্রিপুরা বিধানসভার সচিব বিধায়ক আশিস দাসকে সদস্যপদ খারিজ না করার পক্ষে জবাব চেয়েছেন। ওই নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য