Saturday, February 15, 2025
বাড়িরাজ্যশিক্ষা দপ্তরের ডেপুটেশন প্রদান করল অল ইন্ডিয়া ডিএসও

শিক্ষা দপ্তরের ডেপুটেশন প্রদান করল অল ইন্ডিয়া ডিএসও

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : সম্প্রতি রাজ্যের স্কুলগুলিতে দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে পরিক্ষা সংঘটিত হয়েছে, তাতে দেখা গেছে অত্যন্ত নিম্নমানের প্রশ্ন হয়েছে। এমনকি প্রশ্নপত্র অত্যন্ত সরলীকরণ ও বিগত বছরের ছিল।

তাই এর প্রতিবাদ জানিয়ে সোমবার অল ইন্ডিয়া ডিএসও শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায়। পরের রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে একটি স্মারক লিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধি দল।

এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল রাজ্য শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণ করা যাবে না এবং অবৈজ্ঞানিক সিলেবাস রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বন্ধ করতে হবে। কারণ এতে ছাত্র-ছাত্রীদের উপর প্রভাব পড়বে। মেধার বিকাশ ঘটবে না তাদের অভিমত। তাই রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে দাবিগুলি তুলে ধরা হয়েছে বলে জানান সংগঠনের সম্পাদক রামপ্রসাদ আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার অন্যান্য সদস্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য